বাঁশখালীর গণধর্ষণের আসামি তালেব গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ঘোনাপাড়ায় তরুণী গণধর্ষণে জড়িত আবু তালেবকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।  মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৫ টার দিকে নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত তালেব পশ্চিম চেচুরিয়া গ্রামের আহম্মদ জমিরের ছেলে বলে জানা গেছে।
র‌্যাব জানায়, গত ২৭ এপ্রিল বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায় গণধর্ষণের শিকার হয় এক তরুণী।  ভিকটিম তরুণীকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে আবদুল মজিদ, আবু তালেব ও অপর একজন মিলে ভিকটিমকে গণধর্ষণ করে।  ভিকটিমের চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকেরা পালিয়ে যায়।  গণধর্ষণের ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।  এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় অভিযান চালানো হয়।  এসময় তালেব দৌঁড়ে পালাতে চাইলে তাকে গ্রেফতার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ মামলার আসামি বলে স্বীকার করেছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালীর গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি আবু তালেবকে নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।  তাকে এখন বাঁশখালী থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, চাঞ্চল্যকর এই মামলার ১ নম্বর আসামি আব্দুল মজিদ গত ১৫ জুন র‌্যাবের সাথে গোলাগুলিতে নিহত হয়।

ডিসি/এসআইকে/এমএমবিটি