বাঁশখালীতে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে আহত ৮

বাঁশখালী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে আহত হয়েছেন ৮ জন।  উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজার পাড়া এলাকায় দু’পক্ষের এই সংঘর্ষের ঘটনা ঘটে।  শুক্রবার (১৭ জুলাই) সকালে এই ঘটনা ঘটেছে। 
জানা গেছে, গুনাগরি গ্রামের রাজার পাড়া জামে মসজিদের সামনের সাড়ে ২৭ শতক (প্রায় ১৪ গন্ডা) জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।  দীর্ঘদিন যাবত স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে মো. আবু ছালেকের সাথে আবুল কালাম মো. মতিন গং এর মধ্যে এই বিরোধ চলছে।  শুক্রবার উক্ত বিরোধীয় জায়গায় জোর পূর্বক আবুল কালাম মো. মতিন গং গাছ কাঁটতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে আবু ছালেক গং এর ৫ জন গুরুতর আহত হন।  আহতরা হলেন- জাহানারা বেগম (৩৭), ইয়াছিনুল হক (২০), মো. ফয়সাল (১৬), রাবেয়া বেগম (৩৭), মনিরা খাতুন (৩৪)।  অপর দিকে আবুল কালাম মো. মতিন গ্রুপের ৩ জন আহত হয়েছে বলে জানা যায়।  আহতরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুনাগরি রাজার পাড়ায় সাড়ে ২৭ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আবু ছালেক গং ও আবুল কালাম মো. মতিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।  এই নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিসী বৈঠকও হয়।  শুক্রবার আবুল কালাম গ্রুপ জমিতে গাছ কাঁটতে গেলে আবু ছালেক গ্রুপের লোকজন বাঁধা প্রদান করে।  এতে সংঘর্ষ বেঁধে যায়।  এক গ্রুপ আরেক গ্রুপের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়।  এক পর্যায়ে তা উভয় পক্ষের সংঘর্ষে রূপ নেয়।  এতে আবু ছালেক গ্রুপের ৫ জন আহত এবং আবুল কালাম মো. মতিন গ্রুপের ৩ জন আহত হয়।
এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ দিকে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার।

ডিসি/এসআইকে/এমএমবিটি