চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে জেল-জরিমানা

দক্ষিণ জেলা প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালুখেকোকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চুনতি আঞ্জুমানে নওজোয়ান মাঠের পূর্ব পাশে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক পাহাড়খেকোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  এসময় অবৈধভাবে উত্তোলন করা দুই হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতে দ-প্রাপ্তরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়া পাড়ার মৃত আবদুর রহমানের ছেলে আবদুল আজিজ (৪৫), মৃত কবির আহমদের ছেলে সাহেব মিয়া (৪৫) এবং চুনতি সাতগড়ের মৌলভী পাড়ার আবদুল গাফ্ফারের ছেলে শহীদুল ইসলাম (২৬)।
জানা গেছে, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় কয়েকজন বালুখেকো।  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তৌছিফ আহমেদ।
তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া এলাকায় অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় দুই বালুখেকোকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ আইন ৯৫ এর ৬ (খ) ধারা মতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  এ সময় অবৈধভাবে উত্তোলন করা দুই হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়।  এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডিসি/এসআইকে/এসইউ