খুলশীতে বিনা লাইসেন্সে ‘হোম রেসিপি ফুডস’ পণ্য উৎপাদন করতো

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, মোড়কজাত ও ভেরিফিকেশনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করায় চট্টগ্রাম নগরের খুলশী এলাকার ‘হোম রেসিপি ফুডস’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা এ জরিমানা করেন। এ সময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পক্ষে ফিল্ড অফিসার (সিএম) শিমু বিশ্বাস ও পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান বলেন, বিএসটিআই-এর লাইসেন্স ব্যতীত পণ্য উৎপাদন ও মোড়কজাত এবং ভেরিফিকেশনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করছিল হোম রেসিপি ফুডস। অভিযান চালিয়ে তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

ডিসি/এসআইকে/আরসি