ডিবি কার্যালয়ে স্ত্রী-পুত্রসহ মুসা বিন শমসের, ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের এবং তার স্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে ডাকা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে যুক্ত আব্দুল কাদের চৌধুরীর সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ২৫ মিনিটে তারা গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতারক কাদের চৌধুরীর বিষয়ে বিস্তারিত জানতে মুসা বিন শমসের ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ৩ ঘন্টা তিনি আমাদের সাথে কথা বলেছেন।
প্রতারক কাদেরকে গ্রেফতারের পর তার সঙ্গে মুসা বিন শমসেরের ছবি পাওয়ার পাশাপাশি তিনি নিজেকে মুসার আইন উপদেষ্টা বলে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পরিচয় দিয়েছেন। এছাড়া মুসা বিনের স্ত্রীর সঙ্গে কাদেরের একটি বিষয়ে চুক্তি হয়েছে বলে ইতোমধ্যে জানিয়েছেন কাদের। মুসার স্ত্রীর সঙ্গে ঠিক কি ধরনের এবং কোন বিষয়ে চুক্তি হয়েছে সে বিষয়েও বিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে যুক্ত আব্দুল কাদের চৌধুরী ওরফে কাদের মাঝি এবং তার স্ত্রী শারমিন চৌধুরী ছোঁয়াসহ চারজনকে গত বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ডিসি/এসআইকে/এমএকে