চট্টগ্রামে ভুয়া কাগজপত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে আটক ৩

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ভুয়া কাগজপত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করতে গিয়ে আটক হয়েছেন তিন ব্যক্তি। তাদের আটক করে পুলিশে দিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) এ তথ্য জানায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। গ্রেফতারকৃতরা হলেন মো. ইমতিয়াজ মাহমুদ (২৮), মো. নূর হোসেন (৪৫) ও জহির উদ্দিন মামুন (৩৫)।
এ ঘটনায় কোতোয়ালী থানার উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, আটক ইমতিয়াজ ও নূর হোসেন নামে দুই ব্যক্তি গত সোমবার জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নিবন্ধনের জন্য তথ্য ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। কাজপত্রগুলো যাচাই বাছাই ভুয়া বলে মনে হয় নির্বাচন সংশ্লিষ্টদের। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই জনই একটি চক্রের সদস্য বলে জানায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজকে গ্রেফতার করা হয়।

ডিসি/এসআইকে/আরএআর