দুইদিন মৃত্যুর সাথে লড়ে হার মানলেন বাঁশখালীর সাইদুল

মু. মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধি >>>
চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯ নম্বর গন্ডামারা ইউনিয়নের ‘‌সিপিপি স্বেচ্ছাসেবক’ সাইদুল আলম তালুকদার (২৪) প্রকাশ আলম দুইদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে হার মেনেছেন।  গত রবিবার (১২ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে ছিলেন সাইদুল।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০ টায় মৃত্যু হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন।
স্থানীয়দের ও পরিবার সূত্রে জানা যায়, সিপিপি কর্মি আলম রবিবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে নিজ বাড়ি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন থেকে এক আত্মীয় রোগীর সাথে দেখা করার জন্য নিজে মোটর সাইকেল চালিয়ে চকরিয়ার জমজম হাসাপাতালে যায়।  হাসপাতাল থেকে ফেরার পথে আরাকান মহাসড়কের চকরিয়া পেট্রোল পাম্প এলাকায় পেছন দিক থেকে দ্রুতগামী একটি সিএনজি থ্রি-হুইলার ওভারটেক করার সময়
নিয়ন্ত্রণ হারায় সাইদুলের মোটরসাইকেল।  এসময় সাইদুল ও তার সহযাত্রী ফারুক মহাসড়কে আছড়ে পড়ে।  এতে মারাত্মকভাবে আহত হন সাইদুল।  দুর্ঘটনার সময় তার সাথে থাকা অপর সহযোগী ফারুকও গুরুতর আহত হন।  প্রত্যক্ষদর্শীরা দ্রুত সাইদুল ও ফারুককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।  ফারুক চকরিয়ার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার উপযোগী হলেও অবস্থা সংকটাপন্ন ছিল সাইদুলের।  পরে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করে তার পরিবার।  তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন সাইদুল।  সেখানেই তার মৃত্যু হয়।
সাইদুল আলম গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারার ১ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মৃত ছৈয়দুল আলমের ছেলে।  সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো।  তার ছোট একটি বোন রয়েছে।
নিহত আলমের নিকট আত্মীয় মো. ফারুক জানান, সাইদুল আলম তালুকদার ২০০৭ সাল থেকেই যে কোনো দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের জানমাল রক্ষায় কাজ শুরু করে।  আবহাওয়া অধিদফতর থেকে সিগনাল দিলেই আমাকে কল করে শুধু একটা কথাই জানতে চাইতো ভাইয়া কি করতে হবে?  সিপিপির প্রতি চরম ভালোবাসা ও স্বেচ্ছাসেবক হয়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা থাকতো সব সময়।  দুর্ঘটনার পর থেকে দুই দিন ধরে সে অজ্ঞান ছিলো।  মঙ্গলবার সকালে সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে।

ডিসি/এসআইকে/এমএমবিটি