ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ডের ইমাম নগর গ্রামের জয়নাব খাতুন বাপের বাড়িতে পুকুরে ডুবে আয়ান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  আয়ান ওই এলাকার আরব আমিরাত প্রবাসী হুমায়ুনের ছেলে বলে জানা গেছে।  তার আরেকটি কন্যা সন্তান রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যু হয় আয়ানের।
স্থানীয় কাউন্সিলর মো. ইয়াকুব ফোনকলে ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক চট্টগ্রামকে জানান, সকাল সাড়ে আটটার দিকে মায়ের সাথে আয়ান ঘর থেকে বের হয়।  মা পাশের জা এর ঘরে পিঠা তৈরিতে সহায়তা করতে যান।  মায়ের অগোচরে পাশে থাকা পুকুরে চলে যায় শিশু আয়ান।  একটু পরে দেখতে না পেয়ে ১৫-২০ মিনিট খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে সকাল পৌনে নয়টার দিকে দেখতে পাওয়া যায় আয়ান পুকুরে ভাসছে।  সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত শনিবার একই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে আরাফ আহমেদ নামক আরো এক দেড় বছরের শিশুর মৃত্য হয়েছিল।

ডিসি/এসআইকে/এমজেইউ