কুমিল্লায় বগি লাইনচ্যুত, ৪ ট্রেনের যাত্রা বাতিল

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। লাইনচ্যুত বগি উল্টে তিনটি বগি দুই ব্যক্তির বাড়ির উপর পড়ে। অন্য সাতটি বগি অপর লাইনের ওপর পড়ে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দীর্ঘ সময়েও বগিগুলো সরাতে না পারায় বাতিল করা হয়েছে ৪ ট্রেনের যাত্রা। এই ঘটনায় ৫ সদস্যের কমিটিও গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।
রবিবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হাসানপুর ট্রেন স্টেশনের ৩ কিলোমিটার দক্ষিণে তেজের বাজার শিহর নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনসহ ১০টি বগি লাইনচ্যুত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আপলাইন ২০৮নং ব্রিজের উপর আসলে বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়ে ট্রেনের তিনটি বগি স্থানীয় স্বপন ও চাঁদ মিয়ার বসতঘরের উপর পড়ে যায়। এতে স্বপন ও চাঁদ মিয়াসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ট্রেনে থাকা কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসানপুর রেলস্টেশন মাস্টার মঙ্গীমার্মা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গরমের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে। চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন আসছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদুল্লাহ বাহার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় ট্রেনের মধ্যে ও পাশের বাড়ির ১৫ জন আহত হয়েছেন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকারী ট্রেন আসছে।
৪ ট্রেনের যাত্রা বাতিল
এদিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। চট্টগ্রামের সঙ্গে ঢাকা-জামালপুরের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছে। এতে অন্তত তিন হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এই চারটি ট্রেনে ২ হাজার ৮০০ আসন রয়েছে।
তবে খোলা সময়ে হওয়ায় অন্তত ৩ হাজার যাত্রী এসব ট্রেনে করে যাতায়াত করেন। কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়বেন।
চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার কারণ্যে দেশের অন্যান্য স্টেশনের সঙ্গে চট্টগ্রামের ট্রেনে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর মধ্যে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে ট্রেন চলাচলের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হলো- চট্টগ্রাম থেকে বিকেল তিনটায় ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস (৭০৩), ঢাকা থেকে রাত ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম অভিমুখী তূর্ণা এক্সপ্রেস (৭৪২), দুর্ঘটনায় পড়া চট্টগ্রাম থেকে জামালপুরগামী সকাল সাড়ে ১১টায় বিজয় এক্সপ্রেস (৭৮৫) ও জামালপুর থেকে চট্টগ্রাম অভিমুখী রাত ৮টা ১০ মিনিটের বিজয় এক্সপ্রেস (৭৮৬)।

ডিসি/এসআইকে/এমএসএ