সড়কে নিঃশেষ ২১১ জনের প্রাণ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চলমান করোনা মহামারির কারণে প্রায় সব কিছু থেমে থাকলেও থেমে নেই সড়কে মানুষের প্রাণ বলিদান।  সদ্য গত হওয়া এপ্রিল মাসে সারা দেশে দুই শতাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।  এতে ২১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।  সরকার ঘোষিত সাধারণ ছুটি ও গণপরিবহন বন্ধের ঘোষণার পরও গত এক মাসে সারাদেশে এই দুর্ঘটনাগুলো ঘটেছে।  এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২২৭ জন।  একই সময় নৌ-পথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ২ জন আহত এবং ২ জন নিখোঁজ হয়েছেন।
আজ রবিবার (৩ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই তথ্য জানায়।  সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।  দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয় বলে সংগঠনটি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল মাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে ৬৯ জন পথচারী, ৬৭ জন চালক, ৩২ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৪৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ২৭ জন নারী, ২১ জন শিশু, একজন সাংবাদিক ও একজন রাজনৈতিক দলের নেতার পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ৯৭টি দুর্ঘটনা ঘটেছে ট্রাক ও কাভার্ডভ্যানের মাধ্যমে।  এছাড়া, ৬৩টি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে, ২৯টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ২৮টি নসিমন ও করিমন, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৭টি প্রাইভেটকার ও ১টি দুর্ঘটনা ঘটেছে বাসের মাধ্যমে।  এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ২৩ এপ্রিল।

ডিসি/এসআইকে/এমএসএ