মইজ্জ্যারটেকে ৮০ হাজার পিস ইয়াবা নিয়ে সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ২, গাড়ি জব্দ

গ্রেফতার দুই মাদকপাচারকারী।

কর্ণফুলী উপজেলা প্রতিনিধি >>>
চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক চেক পোস্টে একটি ব্যক্তিগত প্রাইভেটকার থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।  এসময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়।  মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে চেকপোস্টে এসআই জাহিদ এমরান ডিউটিকালে এ ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে।  আটক দু’জনের মধ্যে একজন সাবেক সেনা সদস্য ও তার গাড়িচালক।
গ্রেফতারকৃতরা হলেন ১১ পদাতিক ডিভিশনের সাবেক ল্যান্স কর্পোরাল আশরাফুজ্জামান (৩০) ও গাড়ি চালক রাসেল (৩৫)।  তাদের উভয়ের বাড়ি একই থানা এরাকায়।  আশরাফুজ্জামানের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানার বাবু পাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়ায়।  আর রাসেলের বাড়ি পাংশা থানার রাজবাড়ি এলাকায়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল দৈনিক চট্টগ্রামকে জানান, প্রতিদিনের ন্যায় মইজ্জারটেক এলাকায় চেক পোস্ট বসিয়ে আমাদের কার্যক্রম চলছিল।  এসময় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  আরোহীদের কথা শুনে বুঝা গেলো কারটি কক্সবাজার থেকে চট্টগ্রামে প্রবেশ করছে।  আরোহীদের সাথে কথা বলার সময় আমাদের সন্দেহ হয়।  তারাও চাইছিল না যে আমরা গাড়ি তল্লাশি করি।  এতে সন্দেহের মাত্রা আরো বেড়ে যাওয়ায় আমরা তল্লাশি চালাই।  এরপর গাড়ির পেছন থেকে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট জব্দ করি।  পরে ইয়াবা ও সাদা রঙের ফিল্টার প্রাইভেটকারটি জব্দ করে ৪০ প্যাকেট ভর্তি ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করি।  এসব ইয়াবা এবং গাড়িটির মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকার মতো হবে।
তিনি আরো জানান, এ সময় আশারাফুজ্জামানের সাথে একটি আইডি কার্ড পাওয়া যায়।  যেখানে তিনি সেনা সদস্য ছিলেন বলে প্রমাণ পাই।
জানা যায়, আশরাফুজ্জামান ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগদান করেন এবং ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হন।  তিনি ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিলেন বলে জানা যায়।  তবে কি কারণে চাকুরিচ্যুত হন তা এখনো জানা যায়নি।
গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ্য করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে পুলিশ জানায়।

ডিসি/এসআইকে/এমএম