মিরসরাইয়ের খৈয়াছড়ায় ৬০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

আজমল হোসেন, মিরসরাই প্রতিনিধি >>>
মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নে ৬০ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।  ওই ৪ জনের মধ্যে প্রথম দুইজন থেকে ৩০ লিটার এবং পরের দু’জন থেকে ৩০ লিটারসহ মোট ৬০ লিটার চোলাই মদ পাওয়া গেছে।  আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নে পৃথক ২টি অভিযান পরিচালনা করে বাংলা (চোলাই মদ) সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশে মিরসরাই থানা এলাকায় আজ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।  মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই হাসান থানার অন্যান্য ফোর্স নিয়ে মিরসরাই থানা এলাকার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নে পুলিশ অভিযান পরিচালনা করে মামুন (২৮), আনোয়ার (৪৩) এর কাছ থেকে ৩০ লিটার এবং ফয়সাল (৩৫), জুলন নাথ (২৫) এর কাছ থেকে ৩০ লিটারসহ মোট ৬০ লিটার বাংলা চোলাই মদসহ এই চারজনকে গ্রেফতার করা হয়।
মামলা সম্পর্কে ওসি মুজিবুল হকের কাছে জানতে চাইলে তিনি দৈনিক চট্টগ্রামকে বলেন, গ্রেফতাররকৃত আসামিদের বিরুদ্ধে মিরসরাই থানায় নিয়মিত মাদকের মামলা দায়ের করা হয়েছে।  মাদক নির্মূল সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে মিরসরাই থানা পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্সে আছে।  চট্টগ্রাম জেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখার জন্য মিরসরাই থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।  মাদক ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত উভয়কে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিসি/এসআইকে/এএইচ