মানিকছড়িতে কঠোর অবস্থানে প্রশাসন

মো. জাকির হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রাদুর্ভাব মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে জনচলাচলে কঠোর মনিটরিং জোরদার করেছে পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রশাসন।  এই কঠোরতার অংশ হিসেবে মানিকছড়িতে স্বাস্থবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে গত দু’দিনে ২৪টি মামলায় ৪ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারি প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ সংক্রমণ রোধকল্পে সরকার দেশব্যাপি দুই মাসের লকডাউন শর্ত সাপেক্ষে শিথিল করে।  এতে জনপদে জনসমাগম অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় প্রশাসন মাঠে নেমেছে।  গত দুই দিন ধরে মানিকছড়ি উপজেলার রাজবাজার ও তিনটহরী কাঁচা-বাজারে অপ্রত্যাশিত ভীড় লক্ষ্য করা যায়।  যা স্বাস্থ্যবিধি’র লঙ্ঘণ।  ফলে উপজেলা প্রশাসন ও পুলিশ তৎপর হয়ে উঠে।  গত সোমবার (১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ ৭টি মামলায় ১ হাজার ৪০০ টাকা জরিমানা ও পরেরদিন আজ মঙ্গলবার (২ জুন) ৮টি মামলায় ১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা আজ মঙ্গলবার (২ জুন) সকালে তিনটহরী ও মহামুনিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯টি মামলায় ১ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেন।
বাজার ও জনসমাগমে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ।  তিনি সবাইকে সতর্ক করে বলেন, বৈশ্বিক মহামারি ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।  সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন।

ডিসি/এসআইকে/এমজেএইচ