খাগড়াছড়ির দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি >>>
পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  উপজেলার মেরুং এলাকায় মরিয়ম বেগম (৫৮) নামে ওই দৃষ্টি প্রতিবন্ধী নারীকে নিজ ঘরে হত্যা করে দুর্বৃত্তরা।   আজ শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্বার করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ ও এলাকাবাসী জানায়, দৃষ্টি প্রতিবন্ধী মরিয়ম বেগম একা ঐ ঘরে থাকতেন।  দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে তার প্রতিবন্ধী ভাতা ও গুচ্ছগ্রামের রেশন কার্ড রয়েছে।  বেলা ১১ টার দিকে মরিয়ম বেগমের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।  স্বজনদের অভিযোগ, মরিয়ম বেগমকে পরিকল্পিতভবে হত্যা করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অর্থ ও রেশন কার্ড সংক্রান্ত বিরোধের জেরে ঐ নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  ঐ নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান।

ডিসি/এসআইকে/এএইচ