সীতাকুণ্ডে পিটুনি থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কয়েক ব্যক্তির পিটুনী থেকে নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারালেন মোছাম্মৎ মর্জিনা বেগম (৬৮) নামে এক বৃদ্ধা।  আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।  একই ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে মোহাম্মদ মোস্তাকিম (৩৫)।  ঘটনাটি ঘটেছে উপজেলার ছলিমপুর ইউনিয়নের সালাদারপাড়া গ্রামে।  নিহত নারী একই এলাকার মৃত ইউসুফের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদক বিক্রি ও সেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।  প্রবাসফেরত মোস্তাকিম এসবের প্রতিবাদ করতো।  তাকে মাদকসেবী আখ্যায়িত করে মারধরের পূর্বপরিকল্পনা থেকে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রবাস ফেরৎ মোস্তাকিমকে বেঁধে পেটাতে থাকে।  খবর পেয়ে তার বৃদ্ধা মা তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা ওই বৃদ্ধা নারীকেও ব্যাপক মারধর করে।  ঘটনাস্থলে তিনি গুরুতর আহতাবস্থায় জ্ঞান হারিয়ে ফেলেন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিলে জ্ঞান ফিরে আসে।  আর মূমুর্ষ অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তার ছেলেকে।  গতকাল বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধা নারীর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই মৃত্যু হয়।  পরে লাশ আবার বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা।  স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করে লাশ দাফন করতে চাইলে নিহতের পরিবার বাধা প্রদান করে।  তারা স্থানীয় ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজকে বিষয়টি অবগত করেন।  সালাউদ্দিন আজিজ পুলিশকে খবর দেন।  খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি টিম।
স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ হোসেন বলেন, ‘ছেলেকে মাদক সেবনের অভিযোগ দিয়ে পিটুনি দিতে থাকে কিছু স্থানীয় ব্যক্তি।  খবর পেয়ে তার মা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে স্থানীয় কয়েকজন ওই নারীকেও মারধর করে।  একদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে’।
উপজেলার ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ বলেন, ‘হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে নিহতের পরিবার দাবি করছে।  এছাড়া যত বড় অন্যায় হোক না কেন একজন বৃদ্ধা মা কে এভাবে মারধর করা কোনো সভ্য সমাজে আছে কি না আমার জানা নেই।  আমি পুলিশকে অনুরোধ করবো বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে’।
সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম বলেন, ‘শুনেছি মাদক সংক্রান্ত বিষয়ে গত দুইদিন আগে মারধর হয়েছে।  ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে।  কি কারণে ওই বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।  কেউ যদি অভিযুক্ত থেকে থাকে আমরা আইনগত ব্যবস্থা নিব’।

ডিসি/এসআইকে/এসএজে