ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গুলশান থানায় একটি মামলা হয়েছে।  আজ শনিবার (২৭ জুন) বিকালে সৌমিত্র সরদার নামের একজন আইনজীবী এই মামলা করেন বলে থানার ওসি এসএম কামরুজ্জামান জানান।
তিনি বলেন, কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে জড়িয়ে গত ২৬ জুন ইনকিলাবে ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়।  এই প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যারিস্টার সৌমিত্র সরদার মামলা করেন।  মামলায় সম্পাদক ছাড়াও সেলিম সরকার নামের একজন প্রতিবেদককেও আসামি করা হয়েছে।  লিপন মন্ডল এবং আরাফাত হোসেন নামে দুইজনকে সাক্ষী করা হয়েছে মামলায়।
এ ব্যাপারে জানতে লিপন মন্ডলকে ফোন করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।  অন্যদিকে আরেক সাক্ষী আরাফাত হোসেন জানিয়েছেন, বাদী হাই কোর্টের একজন আইনজীবী।  বিষয়টি স্পর্শকাতর বলেই তিনি ফোন কেটে দেন।

ডিসি/এসআইকে/এমএসএ