লামায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার, আটক ১

মিজানুর রাহমান, লামা (বান্দরবান) থেকে >>>
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক নুরুল ইসলাম নুরু (২৮) কে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।  সে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধূইল্যাপাড়ার বাসিন্দা মুকবুল মিয়া প্রকাশ সুবইল্লা এর ছেলে বলে জানা গেছে।
গতকাল সোমবার (২৯ জুন) বাদে মাগরিব লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এর নির্দেশে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ সিকদার ও শাহীনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশের অভিযানে ধর্ষককে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৪ টায় নুরুল ইসলাম নুরু মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়।  তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে সে ছোট শিশুটিকে ধর্ষণ করে।  কিন্তু পাশের বাড়ির এক নারী শিশু মেয়েটিকে ডেকে নিয়ে যাওয়ার সময় বিষয়টি খেয়াল করেন এবং ডেকে নেয়ার বিষয়টি অন্যরকম মনে হওয়ায় সন্দেহ করেন।  বিষয়টি পাশের লোকজনকে অবহিত করলে লোকজন গিয়ে পরে হাতেনাতে বিবস্ত্র অবস্থায় ধর্ষক নুরুকে ধরে ফেলে।
এদিকে, ঘটনা জানাজানি হওয়ার পর গ্রাম্য শালিসের মাধ্যমে সমাধান করতে সোমবার (২৯ জুন) রাতে ডিগ্রি খোলা বাজারে শালিসি বৈঠকের কথা ছিলো বলে জানা গেছে।  কিন্তু স্থানীয় ইউপি মেম্বার হারেচ মিয়া ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ করেন ভিকটিমের চাচা, এমনকি ধর্ষক তার নিকট আত্মীয় হয় বলেও জানা গেছে।
এ বিষয়ে ইউপি মেম্বার হারেচ মিয়া দৈনিক চট্টগ্রামকে বলেন, বিষয়টি আমি রবিবার সকালে জানতে পারি।  এবং সাথে সাথে ঘটনাটি আজিজনগর ইউপি চেয়ারম্যানকে অবহিত করি।  আজ (সোমবার) রাতে ধর্ষণের ঘটনাটি সমাধানের কথা ছিল।
ভিকটিমের বাবা বলেন, এই ঘটনায় আমি আইনের আশ্রয় নিতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম্য বিচারকরা সামাজিকভাবে বিষয়টি ভেঙ্গে দিবে বলে আশ্বাস দিয়ে আমাকে আইনের কাছে যেতে দেয়নি।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শিশু ধর্ষণ ঘটনাটি স্পর্শকাতর।  বিষয়টি জানার সাথে সাথে অভিযান চালিয়ে সোমবার রাত ৮ টায় ধর্ষককে আটক করা হয়েছে।  ভিকটিম ও তার বাবাকে থানায় আনা হয়েছে।  এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করার প্রস্তুতি চলছে।

ডিসি/এসআইকে/এমআর