বাঁশখালীতে ৮২৯০ পিস ইয়াবাসহ যুবতী আটক

মু. মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারী যুবতীকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।  আটক যুবতির নাম মিতু আক্তার মনি(২১)।  তিনি বাগেরহাট জেলার শরণখোলার বগীসাতঘর এলাকার মৃত লতিফ খন্দকারের মেয়ে বলে পুলিশ জানিয়েছে। 
থানা সূত্র জানা যায়, বাঁশখালী থানার এসআই আকতার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিণ পুঁইছড়ি নতুন পাড়া ফুটখালি ব্রিজসংলগ্ন আনোয়ারা-পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করে।  এসময় ৮ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিতু আক্তার মনিকে (২১) আটক করে।  আটক মনি বাগেরহাট জেলার শরণখোলা বগীসাতঘর এলাকার মৃত লতিফ খন্দকারের মেয়ে। 
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার দৈনিক চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পুইঁছুড়ি ফুটখালী ব্রিজের বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে ওই যুবতিকে আটক করা হয়েছে।  এসময় তার কাছ থেকে ৮ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমএমবিটি