গোলাগুলি : কক্সবাজারে সন্ত্রাসী গুরাপুতুর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজারের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুর লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (১০ জুলাই) সকালে কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ সদর থানা পুলিশ।  দুই গ্রুপের গোলাগুলিতে গুরাপুতু নিহত হয় বলে পুলিশ দাবি করেছে।  ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করার কথাও জানিয়েছেন তারা।  নিহত গুরাপুতু কক্সবাজার শহরের ইসুলুঘোনা এলাকার সাব্বির আহমেদের ছেলে।  তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে।
শুক্রবার দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মো. মাসুম খান।  তিনি জানান, শুক্রবার ভোর রাতে ইয়াবার বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি দেশি পিস্তল, দুটি কার্তুজ ও ২শ’ পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুকে উদ্ধার করা হয়।  পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, ‘নিহত গুরাপুতু কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী।  তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ধর্ষণ, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।  তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে রয়েছে।  এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে’।

ডিসি/এসআইকে/এফআর