মাদকে বাধা, এবার সাতকানিয়ায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক

সাতকানিয়া প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় যুবক মোসাদ্দেক খুনের এখনও মাস পার হয়নি।  এরই মধ্যে একইভাবে মাদক ব্যবসায় বাধা দিয়ে হামলার শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরেক যুবক আজম সিকদার (৩৮)।  গত বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার কড়াইয়ানগর বটতল স্কুলের সামনে আজম সিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জানে আলম।  আহত আজম সিকদার সাতকানিয়া কড়াইয়ানগর গ্রামের নুরনবীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জানে আলম একজন পেশাদার মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী।  বেশ কিছুদিন ধরে তিনি এলাকায় মাদকব্যবসা করে আসছে।  কয়েকদিন আগে আজম জানে আলমের মাদক ব্যবসার প্রতিবাদ জানিয়েছিলেন।  এ ঘটনার সূত্র ধরে জানে আলম বুধবার রাতে আজম সিকদারকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে।  বর্তমানে আজম সিকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
প্রসঙ্গত, এর আগে গত ২২ জুন রাতে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা আদর্শ পাড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মোসাদ্দেক নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা।  সর্বশেষ বুধবার (১৫ জুলাই) উপজেলার পুরানগড় ইউনিয়নে মনেয়াবাদে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করে মাকসেবীরা।
আহত আজম সিকদারের আত্মীয় আবু সাইদ বলেন, ‘সন্ত্রাসী জানে আলম বেশকিছুদিন ধরে এলাকায় মাদকব্যবসা ও মাদক সেবন করে আসছে।  আমার আত্মীয় আজম সিকদার স্থানীয়দের নিয়ে মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার।  জানে আলমকে এলাকায় মাদক সেবন না করতে বলায় আজমের সঙ্গে বিরোধে জড়ায় সে।  এরপর থেকে নানা হুমকি দিয়ে আসছিল জানে আলম।  বুধবার সন্ধ্যায় কড়াইয়ানগর বটতল স্কুলের সামনে তাকে একা পেয়ে দা ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে জানে আলম ও তার সহযোগীরা’।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকায় মাদক সেবন ও ব্যবসায় বাধা দেওয়ায় আজম সিকদার নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে।  অভিযুক্ত জানে আলম একজন মাদকসেবী।  এ ঘটনায় আহতের ছোটভাই থানায় মামলা দায়ের করেছেন।  পুলিশ অভিযুক্ত জানে আলমকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে’।

ডিসি/এসআইকে/এসএজে