বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি জলদস্যু

বাঁশখালী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শের আলী (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।  র‌্যাবের দাবি, নিহত মো. শের আলী জলদস্যু।  তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।  শের আলী উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ হাজিরখীল মইত্তা বাপের বাড়ি এলাকার হোসেন আহমেদর ছেলে।
শনিবার (২৫ জুলাই) ভোরগত রাত ৩ টার দিকে বাঁশখালীর সরল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার জানান, রাত ৩ টার দিকে বাঁশখালীর সরল এলাকায় জলদস্যুদের উপস্থিতির গোপন খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব।  এ সময় র‌্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ শনিবার সকালে বন্দুক যুদ্ধের ঘটনাস্থলে গিয়ে নিহত জলদস্যুর লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করবেন বলে জানিয়েছেন।

ডিসি/এসআইকে/এমএমবিটি