খাগড়াছড়িতে আনসার সদস্যের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
পার্বত্যজেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আনসার ভিডিপির পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যা মামলায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় প্রদান করেন।  দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক-বিতন্ডার একপর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম সরকারি অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়েক আমির হোসেনকে গুলি করেন।  এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় পোস্ট কমান্ডারের।  এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেন।
রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. বিধান কানুনগো জানান, আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগসমূহ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ডিসি/এসআইকে/জেএইচ