সীতাকুণ্ডে ১৯ হাজার ৬২২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, পিকআপ জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
সীতাকুণ্ডে ইয়াবাসহ একটি পিকআপ জব্দ করেছে র‌্যাব।  এ সময় আসামিদের কাছ থেকে ১৯ হাজার ৬২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তারা।  বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ছোট কুমিরা মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বিশেষ চেক পোস্ট থেকে আসামিদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন লাল মোহন থানার রামগঞ্জ ইউনিয়নের খোরশেদ আলমের ছেলে ও পিকআপ চালক মো. আলম (৩০), চালকের সহকারী লক্ষ্মীপুর থানার দক্ষিণ চরমনি এলাকার তোফায়েল আহমদের ছেলে আলমগীর হোসেন (৫৫)।
র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, ‘র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপকে সন্দেহ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সামনে থামানো হয়।  পরে গাড়িটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১৯ হাজার ৬২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  পরে পিকআপ চলক-সহকারিকেও আটক করা হয়।  এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়’।
জব্দ ইয়াবা, পিকআপ জব্দ দেখিয়ে এই ঘটনায় সীতাকুণ্ড থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

ডিসি/এসআইকে/এমএসএ