প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেয়া ৩ নারী প্রতারক গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
বোয়ালখালীতে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেয়া চক্রের ৩ নারী সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  তাদের সাথে এক পুরুষ প্রতারকও গ্রেফতার হয়েছেন বলে র‌্যাব জানিয়েছে।  কৌশলে বাসা বাড়িতে ডেকে নিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেয় এমন একটি চক্রের সদস্য তারা।
আটক চার জন হলেন বোয়ালখালী থানাধীন গোমদন্ডী ফুলতল এলাকার ফয়েজুল ইসলামের মেয়ে শাকিলা আক্তার (৩১), কাউছার পারভীন সেপু (২৯) ও ফারজানা আক্তার প্রকাশ বেনু এবং বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সানি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চান্দগাঁও কার্যালয়ে ব্রিফিংয়ে তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল।  র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ১৯ সেপ্টেম্বর একজন ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ করেন।  পরে র‌্যাব ঘটনা তদন্তে নেমে এ চক্রের সন্ধান পায়।  আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে।  এ চক্রে আরও সদস্য রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

ডিসি/এসআইকে/এমজে