কিশোর গ্যাং দমনে কাপ্তাই থানায় কিশোর-অভিভাবকদের কাউন্সিলিং সভা

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই্ উপজেলায় কিশোর-অভিভাবকদের নিয়ে কাউন্সিলিং সভা করেছে থানা পুলিশ।  রবিবার (৪ অক্টোবর) সকালে এই আয়োজন করা হয়।  এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার।
তিনি বলেন, কোনো কিশোর অপরাধ কর্মকান্ডে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এখন সঠিকভাবে পড়ালেখা করে দেশ ও সমাজের দায়িত্ব নিতে হবে।  কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিভাবকদের অবহেলায় পাড়ায় পাড়ায় কিশোর দল/গ্রুপ গড়ে উঠছে।  আমরা আজকে আপনাদের ডেকেছি এর খারাপ দিকগুলো সম্পর্কে জানাতে।  আপনারা আপনাদের সন্তানদের খোঁজ-খবর রাখবেন।  সে কোথায় কি করছে, কার সাথে আড্ডা দিচ্ছে, আড্ডার কারণ কি- ইত্যাদি সম্পর্কে অভিভাবকদের সজাগ থাকতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার আরো বলেন, কাপ্তাইয়ে সম্প্রতিক সময়ে কিশোর অপরাধ বেড়ে যাওয়ার কিছু সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।  আমরা সরলমনা কিশোরদের যাতে কোনো অসাধু চক্র বিপথে পরিচালিত করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য তাদের অভিভাবক এবং শিক্ষকসহ সবাইকে আহবান জানাচ্ছি।  যে সমস্ত কিশোরদের ইতোমধ্যে অপরাধে জড়িয়ে যাওয়ার অভিযোগ আছে তাদেরকে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে সুপথে আনার চেষ্টা করছি।  এরপরও যদি কেউ নিজেকে সংশোধন না করে অপরাধ করে তবে তাকে প্রচলিত আইনের আওতায় আনা হবে।
এসময় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন বলেন, যারা কিশোর তারা যাতে কোনো ধরনের গ্রুপিং বা অসামাজিক কোনো কাজে জড়িয়ে না পড়ে।  এখন কিশোরদের সময় হচ্ছে লেখাপড়া করা।  তাই তাদের অভিভাবকদেরকে তাদের প্রতি খেয়াল রাখতে হবে বেশী।

ডিসি/এসআইকে/এমএ