সীতাকুণ্ডে ডিজিটাল আইনে মামলা করলেন ইউপি চেয়ারম্যান

সীতাকুণ্ড প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে সীতাকুণ্ড মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।  উপজেলার ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাদি হয়ে সাইফুল ইসলাম (৩২) নামের একজনের বিরুদ্ধে এই মামলা করেন।  এতে আসামির বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ আনা হয়।
অভিযুক্ত সাইফুল কুমিল্লার নাঙ্গলকোট থানার হেসাখালী ইউনিয়নের আনজিয়াপাড়া (ভূঁইয়া বাড়ি) গ্রামের মো. নেজাম উদ্দিনের ছেলে।  তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি কারাখানার শ্রমিক হিসেবে কাজ করেন।  সোমবার (০৫ অক্টোবর) সীতাকুণ্ড মডেল থানায় এই মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেএস সাইফুল ইসলাম নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হেয় করার উদ্দেশ্যে বিকৃতভাবে তাদের ছবি পোস্ট করা হয়েছে।  যা বাংলাদেশের এবং বন্ধু রাষ্ট্র ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন করে মানহানিকর ব্যঙ্গচিত্রের মাধ্যমে রাষ্ট্র বিরোধী কাজের শামিল।  বাদির কাছে বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর গত রবিবার রাতেই প্রথমে অভিযোগ এবং সোমবার (০৫ অক্টোবর) অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদি উপজেলার ভাটিয়ারী ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন দৈনিক চট্টগ্রামকে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ করার কারণে আমি আজ চেয়ারম্যান।  আর দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ মাতৃকার সেবায় নিয়োজিত থেকে দেশের উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।  এই উন্নয়ন রাষ্ট্রে বসবাস করেও আসামি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করছে।  যা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না।  তাই নিজেই বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি।  আমি রাষ্ট্রের কাছে এই অপরাধীর সর্বোচ্চ সাজা আশা করছি’।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতের ঘটনায় ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান সাহেব বাদি হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।  আমরা মামলা পরবর্তী আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি’।

ডিসি/এসআইকে/ইউএস