৯১ লাখ টাকা আত্মসাৎ মামলায় প্রতারক সাহেদ চার দিনের রিমান্ডে

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের মেগা মোটরসের ৯১ লাখ টাকা আত্মসাৎ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।  রবিবার দুপুর দেড়টার দিকে মহানগর হাকিম সরওয়ার জাহান এ আদেশ দেন।  বাদী পক্ষের আইনজীবী ধৃতিমান আইচ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেগা মোটরসের অর্থ আত্মসাৎ মামলায় সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে দুপুর সোয়া একটার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে নিয়ে আসা হয়।  ঢাকায় রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সাহেদ।  ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় তার বিরুদ্ধে মামলা করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।  ওই মামলায় হাজিরার জন্যই শনিবার তাকে চট্টগ্রামে আনা হয়। তার বিরুদ্ধে সারাদেশে প্রায় শতাধিক মামলা চলমান রয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ