চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্যবান কষ্টিপাথরের ‘শিবলিঙ্গ’ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের ‘শিবলিঙ্গ’ উদ্ধার করেছে র‍্যাব-৭।  এ পুরাকীর্তির ওজন ১০ কেজি ৭০০ গ্রাম।  বুধবার (১৪ অক্টোবর) ভোরে এ অভিযান চালানো হয়।  এ সময় চোরাকারবারি দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতার হওয়া আসামির নাম মাহবুল আলম (২৫)। তিনি পশ্চিম শাকপুরার আবুল কাশেমের ছেলে।
র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে বোয়ালখালী থানার পশ্চিম শাকপুরা এলাকায় কতিপয় চোরাকারবারি অবৈধভাবে কষ্টিপাথরের পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।  সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাকারবারি দলের সদস্য মাহবুল আলমকে আটক করে।  পরে আসামির সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তায় ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের পুরাকীর্তি ‘শিবলিঙ্গ’ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি মামলা করে আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ