নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (১৯ অক্টোবর) ভোরগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার।
গ্রেফতারকৃতরা হলেন- সুমন বাহিনীর সদস্য একলাশপুরের লাল মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোরশেদ আলম বাবু (১৮), একলাশপুরের গাড়িয়াল বাড়ির আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ জহির (১৯), একলাশপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন সাব্বির (১৯), একলাশপুরের লাল মিয়াজি বাড়ির শহীদ উল্যাহর ছেলে তানজিদ মেহরাজ (১৮), একলাশপুরের কাজি বাড়ির মোশাররফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯), পশ্চিম একলাশপুর গ্রামের শাহ আলম মাস্টারের ছেলে জাবেদ (১৮) ও মধ্য একলাশপুর গ্রামের মনির আহম্মদ মাস্টারের ছেলে নাছরুল্লাহ নেহাল (৩৩)।
জানা যায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।  দীর্ঘদিন ধরে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল তারা।  তাদের এলাকায় কোনো অপরিচিত লোক এলে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।
স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ে ভরপুর উপজেলার একলাশপুর ইউনিয়ন। একই সঙ্গে কিশোর গ্যাং দমনে অব্যাহত অভিযানের দাবি জানান তারা।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ