এবার চট্টগ্রাম জিপিওতে ঘটলো ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
প্রথমে ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম, ঠিকানা ও ছবি ব্যবহার করে সাধারণ সঞ্চয়ী হিসাব খোলা হয়।  এরপর তাতে জমা দেখিয়ে সরকারি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের দুই কর্মকর্তা।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এর প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে।  বুধবার (২১ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়ল বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন- চট্টগ্রাম জিপিও’র সহকারী পোস্টমাস্টার নুর মোহাম্মদ এবং পোস্টাল অপারেটর মো. সরওয়ার আলম খান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা চট্টগ্রাম জিপিও‘এর সাধারণ সঞ্চয়ী হিসাব শাখায় কর্মরত থাকাকালে ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম, ঠিকানা ও ছবি ব্যবহার করে সাধারণ সঞ্চয়ী হিসাব খোলেন।  সেখানে ভুয়া সঞ্চয়পত্রের বিপরীতে জমা দেখিয়ে ৪৫ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।  যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।  আসামিরা ২০১৭ সাল থেকে পর্যায়ক্রমে তিনজন নারীর নাম ব্যবহার করে সাধারণ সঞ্চয় হিসাবে টাকা জমা দেখিয়ে ৪৫ লাখ টাকা তুলেছেন।  ২০২০ সালে চট্টগ্রাম জিপিও’র ঊর্ধ্বতন পোস্ট মাস্টারের নেতৃত্বাধীন একটি দলের আকস্মিক পরিদর্শনে এ দুর্নীতি ধরা পড়ে।

ডিসি/এসআইকে/আরআর