কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পার্বত্যজেলা রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।  মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।  সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও ফ্রিজে পালকসহ আস্ত মুরগী রেখে বিক্রিসহ ভিন্ন ভিন্ন অপরাধে ৩ দোকান মালিককে জরিমানা করা হয়।
ইউএনও মুনতাসির জাহান বলেন, ভোক্তাদের অধিকার বাস্তবায়নে কাপ্তাইয়ের সব এলাকায় অভিযান চালানো হবে।  এ ছাড়া অভিযানে মরা ও পালকসহ গলাকাটা অবস্থায় আস্ত মুরগী ফ্রিজিং করে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কামাল স্টোর, তুষার স্টোর ও রাহাত স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।  ইউএনও আরও বলেন, অভিযানের সময় জনসাধারণকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সার্বক্ষণিক মাস্ক পরিধানের বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করাসহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি আমরা।

ডিসি/এসআইকে/এমএ