মুখে মাস্ক না থাকায় ৮৯ জনকে জেল-জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
করোনা ভাইরাস মহামারির মধ্যে মাস্ক না পরায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৮৯ জনকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।  এদের মধ্যে ৩০ জনকে ছয় ঘণ্টার আটকাদেশও দেওয়া হয়।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চেরাগী পাহাড়, হাজারি লেইন, টেরিবাজার এবং জহুর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও আলী হাসান এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর হাজারি লেইন, চেরাগী পাহাড় ও টেরিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  অভিযানে ৭৫ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ৩০ জনকে ১০০ টাকা করে জরিমানার পাশাপাশি সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ছয় ঘণ্টার আটকাদেশ দেওয়া হয়।  করোনা ভাইরাস মহামারির মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।  প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ লোকজনের মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসন অভিযান পরিচালনা করছে।  তারই অংশ হিসেবে এ জরিমানা’।
অপরদিকে নগরীর জহুর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ১৪ জনকে দুই হাজার দুইশ টাকা জরিমানা করেন।  তিনি বলেন, মার্কেটের ক্রেতা ও বিক্রেতাদের এ জরিমানা করা হয়েছে।  তাদের মুচলেকাও নেওয়া হয়েছে।  এছাড়া তাদের সতর্ক করে ভবিষ্যতে মাস্ক পরতে বলা হয়েছে অভিযানে।

ডিসি/এসআইকে/আরআর