কক্সবাজারে ডিএনসির অভিযানে ২ মাদক কারবারি আটক, ২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজার শহরের পর্যটন জোন সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ রামু ও উখিয়া উপজেলার ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সাংস্কৃতিক কেন্দ্রের পূর্ব পার্শ্বে লাইট হাউজ রিসোর্ট এর সামনে থেকে ইয়াবা পাচারকালে ওই মাদক ব্যবসায়ীদের আটক করে।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেলখোলা গ্রামের মংক্যচিং চাকমার ছেলে চাইগ্য চাকমা (২৫), রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেয়াং পাড়া এলাকার মো. আলী হোছনের ছেলে মো. সাহাব উদ্দিন (২৬)।
এবিষয়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল দৈনিক চট্টগ্রামকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।  উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চান মিয়া বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। আমাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

ডিসি/এসআইকে/জেএইচ