রাঙামাটির নানিয়ারচরে সেনা টহলে সশস্ত্র হামলায় নিহত ১

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পার্বত্যজেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর টহলে সশস্ত্র সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে।  এ সময় সেনাবাহিনী পাল্টা গুলি চালালে নয়ন চাকমা প্রকাশ সাজেক চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে নানিয়াচর উপজেলার ১৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এসএমজি, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত নয়ন চাকমা উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অধীন বাজেছড়া গ্রামের কান্দারা চাকমার ছেলে এবং প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের কর্মী।
নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন বলেন, নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকায় চাঁদাবাজি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা (সেনাবাহিনী) সেখানে উপস্থিত হলে সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ তাদের ওপর গুলিবর্ষণ করে।  এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করলে নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হন।
এবিষয়ে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরণ চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানান।

ডিসি/এসআইকে/এমএ