দৈনিক চট্টগ্রামে সংবাদ প্রকাশের জের : অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, জরিমানা ও মালামাল জব্দ

এম. জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>>
দৈনিক চট্টগ্রামে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটের উত্তর পাশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপকূলীয় বন বিভাগ ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিকি মারমা ও উপকূলীয় বন বিভাগের চনুয়া রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মগনামা বনবিট কর্মকর্তা মো. মোবারক, পেকুয়া থানার এএসআই জয়নালসহ উপকূলীয় বন বিভাগের গার্ডবৃন্দ উপস্থিত ছিলেন।  অভিযানে অবৈধ উপায়ে বালু উত্তোলনের কার্যক্রমে জড়িত তিন জনকে আটক করা হয়।  পরে জনপ্রতি ৫০০ টাকা করে জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।  এসময় বালু উত্তোলনের জন্য বসানো পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি উচ্ছেদ করে বন বিভাগের অফিসে জব্দ করে রাখা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিকি মারমা দৈনিক চট্টগ্রামকে বলেন, মগনামার লঞ্চঘাটে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে সামুদ্রিক বালু উত্তোলনের চেষ্টা করে যাচ্ছে।  আমরা বিষয়টি জানতে পেরে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের যাবতীয় সরঞ্জাম জব্দ করে বন বিভাগের অফিসে নিয়ে এসেছি।

https://dainikchattogram.net/chattogram-division/coxs-bazar/news/24294/

ডিসি/এসআইকে/এমজে