ভৈরবে পৃথক ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পৃথক ঘটনায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টায় ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিকি এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, শনিবার সকালে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  একইদিন সকালে একজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার এবং গত রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহতের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, উপজলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামের শখ বংশের সঙ্গে একই গ্রামের শিকদার বংশের লোকজনের আজ সকাল ৯ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।  ঘণ্টাব্যাপী সংঘর্ষে শখ বংশের পাভেল মিয়া নামে এক যুবক নিহত হন।  পরে দুপুর ১২ টার দিকে লুদিয়া গ্রামে দুই পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।  এ সময় প্রতিপক্ষের টেঁটাবিদ্ধ হয়ে শখ বংশের মুকবুল হাসান নামে আরও এক যুবক নিহত হন।  এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এদিকে শনিবার সকালে গাজীরটেক এলাকা থেকে শরীফ মিয়া নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গতরাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের চণ্ডিবের খান বাড়ির ফারুক খান নামে একজন নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

ডিসি/এসআইকে/এমএসএ