চট্টগ্রামে সাড়ে তিন কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

উত্তর (চট্টগ্রাম) জেলা প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।  এ ঘটনায় কাভার্ডভ্যান চালকসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।  একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার বাইপাস সড়কের বাস টার্মিনালের পাশ থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন- নজরুল ইসলাম (৪৩), আবুল হাসান (১৯), মঞ্জু (৪৫), সোহাগ (৩২) ও খাইরুল আলম সুজন (৩৫)।
পুলিশ জানায়, কাভার্ভভ্যানে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে- গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে পটিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।  বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।  উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিক রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে’।

ডিসি/এসআইকে/এসইউ