কপিরাইট আইন নিয়ে হাইকোর্টে নায়ক মান্নার স্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
কপিরাইট আইন-২০০০ (সংশোধনী ২০০৫) এর ২৪, ২৫, ২৬ ও ২৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।  মঙ্গলবার (৮ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক এসএম আসলাম তালুকদার মান্নার স্ত্রী শেলী কাদের এ রিট দায়ের করেন।  তার পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার নাজিরুল আলম।
মামলার অপর আইনজীবী ব্যারিস্টার ইফতাবুল কামাল অয়ন জানান, কপিরাইট আইনের ওই চারটি ধারা অনুসারে কোনো প্রডিউসারকে কপিরাইটের লাইসেন্স দেওয়া হলে তা অনেকেই পূর্ণ মেয়াদের জন্য নিয়ে থাকেন।  পূর্ণ মেয়াদের সীমা ৬০ বছর পর্যন্ত হয়ে থাকে।  অথচ একই আইনে অন্যরকম বিধান রেখে বলা হয়েছে, যার দ্বারা প্রডিউসার ও ক্রিয়েটরদের মধ্য এমন কোনো চুক্তি হবে না যা কারও জন্য কঠিন হয়ে যায়।  তাই আইনের বিপরীতধর্মী ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।  একইসঙ্গে এসব কাজের কপিরাইট অধিকার যেন উত্তরাধিকারদের সূত্রে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরিত হয়, রিটে সে বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে।  এমনকি ভারতেও এ ধরণের আইন করা হয়েছে।
রিট আবেদনটির ওপর আগামি ১৩ জুন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে ওই আইনজীবী জানিয়েছেন।
রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।  পাশাপাশি কপিরাইট আইন-২০০০ (সংশোধনী ২০০৫) এর ২৪, ২৫, ২৬ ও ২৭ ধারা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ