যুবককে হত্যার অভিযোগে মিরসরাই পৌর প্যানেল মেয়র গ্রেফতার

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।  আজিম হোসেন শাহাদাত (২২) নামের এক যুবককে হত্যার মামলায় গতকাল রবিবার রাতে মিরসরাই পৌরসভা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।  তাকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত শুক্রবার আজিম হোসেন শাহাদাত (২২) নামের এক যুবককে রাজুর মালিকানাধীন মিরসরাই পৌরসভার ভার্ক হোপ মা ও শিশু হাসপাতালের ছাদের রুমে রাজু ও তার সাঙ্গপাঙ্গরা এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করে।  এক পর্যায়ে ছেলেকে গুরুতর আহতাবস্থায় আজিমের বাবা গাড়ি নিয়ে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই আজিম প্রাণ হারান।  এ ঘটনায় রাজুকে প্রধান আসামি করে তার ৩ সঙ্গী ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রবিবার (২৭ জুন) মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহত আজিম হোসেন শাহাদাতের বাবা আবদুল বাতেন।  মামলায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করেন তিনি।
এ প্রসঙ্গে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আজিম হোসেন শাহাদাতের (২২) বাবা আব্দুল বাতেন বাদি হয়ে মিরসরাই থানায় রাজুকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে একটি খুনের মামলা করেছেন।  প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে গ্রেফতার করা হয়েছে।  অন্য আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

ডিসি/এসআইকে/আরএআর