ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডকে ঘিরে সংঘবদ্ধ গ্রুপ!

বিশেষ প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
গত ১৬ জুলাই চট্টগ্রামে কোরবানির গরু বহনকারী ট্রাকের চালককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  ঢাকার সাভারের দেওগাঁ এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাদ্দাম হোসেন বাচা (৩১) ও মো. তুহিন (১৯)।  চট্টগ্রামের রাউজান উপজেলায় তাদের বাড়ি হলেনও সাদ্দাম হত্যাকাণ্ডের সন্নিকটস্থ ছিন্নমূল এলাকায় এবং তুহিন কাছাকাছি এলাকার আরেফীন নগরে থাকেন।  দুই ভাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে র‌্যাব জানিয়েছে।  তারা বায়েজিদ লিংক রোডের স্থানীয় দাশ বাড়ির পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা।
র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. নাছির উল হাসান খান জানান, গত ১৬ জুলাই এ হত্যাকাণ্ডের পর থানা পুলিশের সাথে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৭।  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সাভারের দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার দুই ভাই ডাকাতিতে সরাসরি সম্পৃক্ত ছিল জানিয়ে মেজর নাছির বলেন, বায়েজিদ লিঙ্ক রোডে তাদের একটি দল আছে।  যারা বিভিন্ন সময়ে ওই সড়কে ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে।  তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও অন্তত সাত জন জড়িত থাকার তথ্য র‌্যাব পেয়েছে।  তাদের ধরতেও র‌্যাব কাজ করছে।  গ্রেফতারের পর দুই জনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে পবিত্র ঈদ-উল আযহার ৫ দিন আগে বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর এলাকায় গরুবাহী ট্রাকের চালককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় আগে গ্রেফতার রবিউল ওরফে মইজ্জা নামের এক আসামি।  তার স্বীকারোক্তিমতে ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেল রোড ওভারব্রীজ এলাকার বাড়ি থেকে নাদিম ও কালা মানিক নামে দুই আসামিকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।  আদালত তাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে গতকাল শনিবার (২৪ জুলাই)।
এদিন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন রবিউল ওরফে মইজ্জা।  বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।  জানা গেছে, গত শুক্রবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন এলাকা থেকে লিটন তালুকদার নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।  তারা সবাই ডাকাতিতে যুক্ত বলে জানা গেছে।  এই পর্যন্ত এ ঘটনায় পুলিশ-র‌্যাব মিলে মোট ৬ ডাকাতকে গ্রেফতার করে।  প্রথম গ্রেফতার রবিউলের বাড়ি উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল গ্রামে।  নাদিম ও কালা মানিকের বাড়ি ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেল রোড ওভারব্রীজ এলাকার দাশবাড়ির পাশের বাড়ি।  তারা আরেফিন নগর থেকে ফৌজদারহাট পর্যন্ত লিংক রোডের লোকাল সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড চালায়।  এর আড়ালে তারা লিংক রোডকে কেন্দ্র করে বড় একটি দল গড়ে তোলে।  তারা সেই সড়ক ও আশেপাশের এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ নানান অপকর্ম করে বেড়ায়।  তাদের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় অর্ধ শতাধিক উঠতি তরুণ যারা এই গ্রুপে সক্রিয়।  আর তাদের পৃষ্ঠপোষকতা দেয় সীতাকুণ্ড উপজেলার সাবেক এক জনপ্রতিনিধির ছেলে একসময়কার যুবলীগ নেতা ও তার ভাই ‘নো’ অধ্যাক্ষরের ব্যক্তি।  তারা গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছ থেকে তাদের ছাড়িয়ে নিতে এই পৃষ্ঠপোষক মহলটি চেষ্টা করেছে বলে তথ্য আছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সেদিন গাড়ি থেকে গরু লুট করার চেষ্টা করেছিল।  এ পুরো ঘটনায় জড়িত ছিলেন মোট নয়জন।  আদালতে রবিউল ওরফে মইজ্জা জানিয়েছে, ‘চালক খুনের দিন রাত ১২ টার দিকে গ্রেফতার নাদিম ইট বিক্রির কথা বলে তাকে ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের নির্মিতব্য পার্ক এলাকায় ডাকেন।  তিনি সেখানে গেলে আরও সাতজনকে দেখতে পান।  পরে পিকআপ চালক এসে তাদের সঙ্গে যোগ দেন।  রাত সাড়ে তিনটার দিকে মানিক সড়কটির ফৌজদারহাট অংশের মাথায় অবস্থান নেন।  গরুর গাড়িটি ওই সড়ক দিয়ে ঢুকার সঙ্গে সঙ্গে মানিক তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেয়।  তারা সিএনজি অটোরিকশাযোগে গাড়িটির পিছু নেয়।  ভোররাত চারটার দিকে গাড়িটিকে তারা থামায়।  তিনিসহ আরও একজন তাদের পিকআপ নিয়ে দাঁড়িয়ে ছিলেন।  এসময় চালকের সঙ্গে ধস্তাধস্তি করে এক পর্যায়ে চালককে গুলি করে দেয় তাদেরই একজন।  এরপর চালক লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়’।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘চাঞ্চল্যকর এ হতাকাণ্ডের রহস্য খুব অল্প সময়ে আমরা উদঘাটন করতে সক্ষম হয়েছি।  প্রথমে আমরা রবিউলকে গ্রেফতার করি।  সে-ই এক এক করে জড়িত সবার নাম জানিয়েছে।  আমরা চারজনকে গ্রেফতার করেছি।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা খুনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।  শনিবার (২৪ জুলাই) আদালত নাদিম ও কালা মানিকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।  আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত পিকআপটিও উদ্ধারের চেষ্টা এবং বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি’।
উল্লেখ্য, গত ১৬ জুলাই (শুক্রবার) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট ওভারব্রীজ সংলগ্ন সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বায়েজিদ সড়ক হয়ে নগরীর বিবিরহাটে যাওয়ার পথে সড়কের ৪ নম্বর ব্রিজের সামনে গেলে অপর একটি মিনি ট্রাকে থাকা ডাকাতের দল গরুবাহি ট্রাকটির গতিরোধ করে অস্ত্র দেখিয়ে গাড়িতে থাকা চালককে নামতে বলেন।  গরুবাহী ট্রাকের চালক ডাকাত থেকে রক্ষা পেতে ওভারটেক করে গাড়ি চালানোর চেষ্টা করলে ডাকাতরা ট্রাক চালক আবদুর রহমানের মুখে গুলি করে।  এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।  ঘটনার পর ট্রাক চালকের সহকারী বাদি হয়ে সীতাকুণ্ড থানায় ৮-১০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম জানিয়েছিলেন, মাগুরা থেকে চট্টগ্রামের বিবিরহাটে ১২টি গরু নিয়ে আসছিলেন এক ব্যাপারী।  চাঁদপুর-নোয়াখালী হয়ে চট্টগ্রামে আসার পথে ট্রাকে গাদাগাদি করে রাখায় একটি গরু অসুস্থ হয়ে যায়।  সেজন্য নোয়াখালী থেকে আরেকটি ট্রাক ভাড়া করেন তিনি।  সেই ট্রাকেরই চালক ছিলেন নিহত আব্দুর রহমান।

ডিসি/এসআইকে/আইএস