লকডাউন : চট্টগ্রামে ২১৬ মামলায় ৮৬ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরে লকডাউন না মেনে দোকানপাট খোলা রাখা ও অযথা ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাধে ২১৬ মামলায় ৮৬ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসন, বিআরটিএ ও সিটি কর্পোরেশনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে নিয়মিত অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।  সরকারি নির্দেশনা না মেনে যারা বাড়ির বাইরে এসেছেন তাদের জরিমানা করা হয়েছে।  একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।  এ অভিযান অব্যাহত থাকবে।

ডিসি/এসআইকে/আরএআর