পূজামণ্ডপে ডিজে পার্টি-আতশবাজি নয় : সিএমপি কমিশনার

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে পূজামণ্ডপে ডিজে পার্টি ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
তিনি বলেন, পূজার আমেজকে সম্প্রীতি ও আনন্দ উৎসবে পরিণত করতে হবে। পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নগরীতে ট্রাফিক ব্যবস্থাসহ সব ধরনের বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পূজামণ্ডপে কোনো ধরনের ডিজে পার্টি ও আতশবাজি ফোটানো যাবে না। মাস্ক ছাড়া কেউ পূজামণ্ডপে ঢুকতে পারবে না, পূজা উদযাপন পরিষদ বিষয়টি নিশ্চিত করবে। সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে।
বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে একাধিক মণ্ডপে সিসি ক্যামেরা বসানো এবং সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে বলেও জানান সিএমপি কমিশনার।

ডিসি/এসআইকে/আরএআর