প্রতিমাবাহী গাড়িতে ঢিলের ঘটনায় মামলা, গ্রেফতার আরো একজন

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে দুর্গা প্রতিমা বহনকারী গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, শিববাড়ি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়।
গত রবিবার রাতে ঘটনার পরপর দু’জনকে গ্রেফতার করা হয়। রাতেই আরেকজনকে গ্রেফতার করা হয় বলে ওসি জানান। গ্রেফতার তিনজন হলেন- মো. কবির (৪২), মো. দুলাল (৩৫) ও মো. ইকবাল হোসেন (৩২)।
এদের মধ্যে কবির এজাহারনামীয় আসামি। অন্য দু’জনের নাম মামলায় না থাকলেও হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে বলে ওসি জানান।
কবির ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- মো. কামাল (৩৪), মো. কামরুল (২৮) ও মো. বেলাল (৩০)।
ওসি নেজাম জানান, গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনতে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে।
গত রবিবার রাত ১১ টার দিকে ফিরিঙ্গি বাজার শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির (শিব বাড়ী) পূজা মণ্ডপে প্রতিমা নেওয়ার সময় ফিরিঙ্গিবাজার কবি নজরুল ইসলাম রোডে একটি ফলের আড়তের সামনে রাখা ট্রাক থেকে জাম্বুরা ছুড়ে মারা হয়। এতে দুর্গা প্রতিমার একটি হাত ভেঙে যায়।
ঘটনার পর ফিরিঙ্গি বাজার ও আশেপাশের লোকজন কোতোয়ালী থানা ঘিরে বিক্ষোভ শুরু করে। এসময় তারা সড়কও অবরোধ করে।

ডিসি/এসআইকে/আরসি