৪ কোটি টাকার আফিমসহ বান্দরবানে নারী আটক

বান্দরবান প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
পার্বত্যজেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি ৭০০ গ্রাম আফিমসহ য়ইচিংনু মারমা (৫৬) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে।
গতকাল রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান-রোয়াংছড়ি সড়কের রামজাদী এলাকায় থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার (১৮ অক্টোবর) তা সংবাদ মাধ্যমকে জানানো হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি থেকে এক নারী আফিম নিয়ে বান্দরবানের দিকে যাচ্ছেন, এমন সংবাদ পায় আইন-শৃঙ্খলা বাহিনী। পরে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মেজর মেহেদী হাসান ও সেনাবাহিনী-২৬ বীর ক্যাপ্টেন শিহান মনিরের নেতৃত্বে একটি আভিযানিক দল বান্দরবানগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে ওই নারীকে (য়ইচিংনু) আটক করে।
জব্দকৃত আফিমের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ডিসি/এসআইকে/এসইউপি