বিএনপির দোয়া মাহফিলকে পুলিশ বলছে গোপন বৈঠক!

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাড়ির সামনে থেকে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির দাবি, নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে ওই নেতা-কর্মীরা সেখানে যান।
তবে পুলিশের দাবি, গোপন বৈঠক থেকে কয়েকজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রবিবার (৩১ অক্টোবর) দুপুরে নাখালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিএনপির বক্তব্য অনুযায়ী, নাখালপাড়ায় বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের মা দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা সেখানে যান। হঠাৎ পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক ওই বাসায় ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত জামান বলেন, ওই বাসায় গোপন বৈঠক করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে ৮-৯ জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

ডিসি/এসআইকে/এমএসএ