টাইগারপাস থেকে শিশু অপহরণ-মুক্তিপণ দাবির মূলহোতা গ্রেফতার

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে অভিযান চালিয়ে এক শিশু অপহরণের ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
এর আগে, সোমবার সন্ধ্যায় নগরীর টাইগারপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়া উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার শান্তিনগর এলাকার জহির উদ্দিনের ছেলে।
এএসপি বলেন, সম্প্রতি নগরীর বন্দর থানা এলাকা থেকে ১৯ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। ওই ঘটনায় বন্দর থানায় মামলা করেন শিশুটির বাবা। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব।
এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয় এবং সর্বশেষ সোমবার সন্ধ্যায় টাইগারপাস এলাকা থেকে ঘটনার মূলহোতা মামলাটির প্রধান আসামি জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এএসপি নুরুল আবছার আরো বলেন, জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করেন জিয়া। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিসি/এসআইকে/আরসি