উত্তর কাট্টলীর ফ্ল্যাটে বিস্ফোরণ: ভবন মালিক রিমান্ডে

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীতে ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ভবন মালিক মমতাজ মিয়াকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার (৩ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ রিমান্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, ভবন মালিক মমতাজ মিয়ার তিনদিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে, মঙ্গলবার রাতে উত্তর কাট্টলী এলাকা থেকে মমতাজ মিয়াকে গ্রেফতার করা হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে মরিয়ম ভিলা নামে ওই ভবনের ছয়তলায় জামাল শেখের বাসায় এ ঘটনা ঘটে। এতে তার স্ত্রী সাজেদা বেগমসহ পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগম মারা যান। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় ভবন মালিক মমতাজ মিয়া ও তত্ত্বাবধায়ক বখতিয়ারের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা করেন জামাল শেখ। মামলায় তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়।
মামলার অপর আসামি বখতিয়ারকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন আকবশাহ থানার ওসি জহির হোসেন।
২০২০ সালের ৮ নভেম্বর একই ভবনের একই ফ্ল্যাটে বিস্ফোরণে নয়জন দগ্ধ হন। তার মধ্যে মা-ছেলেসহ তিনজন মারা যান।

ডিসি/এসআইকে/এমএসএ