আকবরশাহ’য় জনগণের কথা শুনলেন পুলিশ কর্মকর্তারা

এস এম রিফাত, নগর প্রতিবেদক >>>
‘আমি একজন মাদকাসক্ত ছিলাম। আমার কারণে আমার পরিবার এতোটাই ভুক্তভোগী ছিলো যে আমার গর্ভধারিণী মা আমাকে থানায় নিয়ে পুলিশে দিয়েছে।  পরিবর্তন হয়নি।  কিন্তু এক পর্যায়ে আমি আমার পরিবার, আমার সন্তানসহ সবার কথা চিন্তা করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি।  এখন আমি প্রায় ১ বছর হতে যাচ্ছে মাদকমুক্ত।  কাজেই ভালো হওয়ার জন্য কোনো রিহ্যাব সেন্টারের প্রয়োজন নেই,  পুলিশের প্রয়োজন নেই,  প্রয়োজন একটু সদিচ্ছা।  যারা মুসলমান তারা যদি বিপথে থাকেন,  তাহলে পাঁচওয়াক্ত নামাজ পড়ুন,  মসজিদে যান।  দেখবেন পরিবর্তন হতে সময় লাগবে না’।
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় ‘আস্ক ইওর লোকাল পুলিশ অফিসার (Ask Your Local Police Officer’ শীর্ষক অনুষ্ঠানে স্বপ্রণোদিতভাবে উপস্থিত হয়ে অন্যদের অনুপ্রেরণামূলক এই বার্তা দেন একজন মাদকসেবী যিনি বর্তমানে সম্পূর্ণ নিজের ইচ্ছায় মাদক থেকে মুক্ত জীবনযাপন করছেন।  পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এবং জনগণের সম্পৃক্ততায় এলাকার কমিউনিটি পুলিশিং এবং থানার সহযোগিতা নিয়ে সকল ধরণের নির্যাতন, সহিংসতা, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর লক্ষ্যে আইন শৃঙ্খলাবাহিনীকে সম্পৃক্ত করার প্রয়াসে আয়োজিত অনুষ্ঠানটিতে স্থানীয় সাধারণ মানুষ বলেছেন নিজেদের এলাকার নানান সমস্যা।  অনুষ্ঠানে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো সময়জুড়ে শুনেছেন সাধারণ মানুষের জমানো নানান কথা।  উত্তর দিয়েছেন, প্রতিরোধ, প্রতিকারমূলক ব্যবস্থাগ্রহণের পাশাপাশি নানান উদ্যোগের কথা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন সাধারণ মানুষদের।  যে কোনো সময় ব্যক্তি/সমাজ/রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজগুলোতে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন পুলিশ-জনতা।
আকবরশাহ থানাধীন ফিরোজশাহস্থ হাজী ঘোনা এলাকায় সিএমপির আকবরশাহ থানার আয়োজনে পিস প্রকল্পের সহযোগিতায় বুধবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত ‘আস্ক ইওর লোকাল পুলিশ অফিসার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত ।  সংশপ্তক পিস প্রকল্পের সমন্বয়কারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় এবং আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ জহির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক নজরুল ইসলাম, আকবরশাহ থানার ওসি (তদন্ত) এম সাকের আহমেদ।  অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী
দি এশিয়া ফাউন্ডেশন চট্টগ্রামের প্রোগ্রাম অফিসার মো. নাসির উদ্দিন, কমিউনিটি ও বিট পুলিশের সদস্যসহ আকবরশাহ থানা পুলিশের বিভিন্ন বিটের এবং থানায় নিয়োজিত পুলিশ ও স্থানীয় বিভিন্নস্তরের সাধারণ মানুষ এতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং নিজেদের নানান সমস্যা, সম্ভাবনা সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের জানান।  অনেকে নানান বিষয়ে তাদের প্রশ্ন করেন সেসব প্রশ্নের উত্তর দেন পুলিশ কর্মকর্তারা।  পুরো কার্যক্রমটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন সংশপ্তক-পিস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোমেনা আক্তার সাথী।
পিস প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্পের ট্রেনিং অ্যান্ড প্রজেক্ট অফিসার শবনম মোস্তারী। স্বাগত বক্তব্য রাখেন আকবরশাহ থানার ওসি (তদন্ত) এম সাকের আহমেদ।  আকবরশাহ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানার নানান কার্যক্রম তুলে ধরেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ জহির হোসেন।
অনুষ্ঠানে জুয়া ও মাদক প্রতিরোধের ক্ষেত্রে কিভাবে পুলিশের সহযোগিতা পাওয়া যাবে, কমিউনিটি পুলিশিং কমিটি ঢেলে সাজানো, সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে পারে এমন লোকদের নিয়ে কমিটি গঠন, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য হয়ে কিভাবে এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশকে সহযোগিতা করতে পারেন, এই ক্ষেত্রে বর্তমান পদক্ষেপ কি, ইয়াবা সেবন ও ব্যবসা প্রতিরোধে কিভাবে কাজ করা যায়, মাদক বন্ধে সিপিএফ এবং পুলিশের ভূমিকা কি এবং উগ্রবাদী কোনো কর্মকাণ্ড সংগঠিত হওয়ার কোনো আশংকা দেখা দিলে তাদের করণীয়, কিশোর গ্যাং এবং ‘রাজনৈতিক বড় ভাই’ সংস্কৃতি রোধে করণীয় বিষয়ক নানান প্রশ্ন উত্তাপন করেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের এসব প্রশ্নের উত্তর দেন উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত বলেন, সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ফোরামকে ঢেলে সাজানোর কাজ চলছে।  তিনি বলেন, সক্রিয় কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং জনগণের পাশে পুলিশের সর্বোত্তমভাবে থাকা এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ নেতিবাচক সমাজব্যবস্থাকে ইতিবাচকরূপে রূপান্তর করতে পারে; সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহয়োগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, কর্ণফুলী উপজেলা ও সংশ্লিষ্ট থানায় সংশপ্তক- পিস প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ।

ডিসি/এসআইকে/এসএমআর