রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে একে-৪৭ সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়ায় এ অভিযান চালায় নানিয়ারচর সেনা জোন।
এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ । তিনি জানান, বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়ায় ইউপিডিএফের (মূল) আস্তানায় সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা সংগ্রহ এবং অবৈধ কর্মকাণ্ডের পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি একে-৪৭ (চায়না), একটি একে-৪৭ এর ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, একটি ৫.৫৬ অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ, আড়াই লাখ টাকা এবং বেশকিছু চাঁদার রশিদ উদ্ধার করা হয়।
অভিযানের সময় আস্তানায় কাউকে পাওয়া যায়নি বলেও জানান তাপস রঞ্জন ঘোষ।

ডিসি/এসআইকে/এমএ