জঙ্গল ছলিমপুরের ত্রাস ২৭ মামলার আসামি মসিউর অস্ত্রসহ গ্রেফতার

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
সীতাকুণ্ড উপজেলাধীন ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের ত্রাস কাজী মশিউর রহমানকে (৬০) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭।  গত রবিবার রাতে তাকে আটক করা হয় এবং সোমবার (৬ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড থানায় তাকে হস্তান্তর করা হয়।
আটক কাজী মশিউর রহমান খুলনার ফুলতলার পাটগ্রামের মৃত কাজী হাসানের ছেলে।  তিনি বর্তমানে চট্টগ্রামের জঙ্গল ছলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকার জাফরাবাদে বসবাস করেন।
র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৭ অভিযান চালিয়ে এশিয়ান হাইওয়েস্থ বায়েজিদ লিংক রোডের ৪নং ব্রিজের নীচ থেকে তাকে আটক করে।  এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যূটারগান, ২টি এলজি, ১টি দু’নলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  সন্ত্রাসী কাজী মশিউরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র আইনে নতুন আরো একটি মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের ডিএডি জহিরুল ইসলাম।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘কাজী মশিউর নামে একজন শীর্ষ সন্ত্রাসীকে র‌্যাব গ্রেফতার করে সকালে থানায় হস্তান্তর করেছে।  এরপর থানায় র‌্যাবকর্তৃক একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।  আমরা আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছি’।
উল্লেখ্য, বিগত ২/৩ বছর আগেও উপজেলার জঙ্গল ছলিমপুরের ত্রাস নামেখ্যাত এই মশিউর রহমানকে র‌্যাব বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছিল।  গ্রেফতারের পর র‌্যাব তাকে ক্রসফায়ার দিবে মনে করে নিজেই বিষপাণ করে।  র‌্যাব তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছিলো।  এরপর তার বিরুদ্ধে র‌্যাব অস্ত্র ও বিভিন্ন বিষয়ে একাধিক মামলা দায়ের করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে।  পরে থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছিলো।  তখন মাস ছয়েক জেলখানায় থাকলেও ফের আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে জঙ্গল ছলিমপুর এলাকায় একক আধিপত্য বিস্তার করতে শুরু করে।

ডিসি/এসআইকে/এমএকে